প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
ধনবাড়ীতে বিদ্যালয়ের সরঞ্জাম চুরি,পাঠদান ব্যহত!
    
	
টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের দক্ষিণ দরিচন্দবাড়ী সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙ্গে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায়  মঙ্গলবার(১৪ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: ফিরোজ মিয়া  জানান, সোমবার(১৩ অক্টোবর) রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র বিদ্যালয়ের নিচ তলায় অফিস কক্ষের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে আলমিরা থেকে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়। এসময় আমিরার বিভিন্ন ড্রয়ারের ভিতরে থাকা ফাইল ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এতে করে শিশু শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা বিঘ্ন ঘটছে। মঙ্গলবার(১৪অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে এমন ঘটনা  দেখে উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার কে অবগত করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এঘটনায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ শিক্ষকদের আতংষ্ক কাজ করছে। এছাড়াও বিদ্যালয় মাঠে রাতে অনেক সময় কিছু মাদকাসক্তরা বসে আড্ডা দেয় বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। এর আগেও বিগত সময়ের উপজেলার বিভিন্ন স্কুলে চুরির ঘটনা ঘটেছিলো। অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এঘটনায় দ্রুত চোর চক্রদের কে  গ্রেপ্তার সহ  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
বিদ্যালয়ে  শিক্ষার্থী  আব্দুল্লাহ, খাদিজা, সাব্বির, শিফা ও সিয়ামসহ অনেকে জানায়, প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরি হওয়ায় আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে। চোর গ্রেপ্তারসহ  প্রশাসনের কাছে  বিচার দাবি করছি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী ও আছমা আক্তার জানান, প্রজেক্টর ও সাউন্ড বক্স দিয়ে যে বিষয়ে পাঠদান করানো হতো সেই সরঞ্জাম চুরি হওয়ায় সে বিষয়ে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। 
স্থানীয় আব্দুস ছালাম, হাসি বেগম ও সোলাইমানসহ এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দু:খ জনক। প্রশাসনের কাছে দ্রুত চুরির ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল জানান, এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ মিয়া বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনাটি অবগত হয়েছি। দ্রুত  চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসন কে নির্দেশ প্রদান করা হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল্লাহ জানান, পাইস্কা ইউনিয়নের দক্ষিণ দরিচন্দবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. ফিরোজ মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত চুরির ঘটনায় চোরচক্রকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com